কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু :::; বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই স্লোগানে ঢাকার কেরানীগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন এলাকায় কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শতাধিক বাচ্চা ও
তাদের অভিভাবকদের মাঝে ঈদের নতুন জামা কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। কেরানীগঞ্জ মডেল থানার আয়োজনে ও অফিসার ইনচার্জ মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে এতে অন্যানের মধ্যে ঢাকা জেলার সহকারী পুলিশ
সুপার (ক্রাইম এন্ড অবস)মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।