মেহেদি হাসান নয়ন, বাগেরহাট ::: বাগেরহাটের ফকিরহাটে উপজেলায় প্রধানমন্ত্রীর দুঃস্হ তহবিল থেকে শারীরিকভাবে অক্ষম ৩২ জনকে নগত (১৬০,০০০)এক লাখ ষাট হাজার টাকা ঈদ উপহার বিতরণ করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন(এমপি) ১৯ এপ্রিল বুধবার সাকল ১১ টায় উপজেলার মুলঘর
ইউনিয়ন পরিষদে ৮ টি ইউনিয়নের (৫০৩০০)পাঁচ হাজার তিনশো গরিব অসহায় পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি,পাঞ্জাবি,জুব্বা,ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলার চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলার নির্বাহী অফিসার, মারুফা বেগম নেলী,ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু.
আলিমুজ্জামান, উপজেলার ভাইস চেয়ারম্যান মোস্তাহিদুর রহমান সুজা,উপজেলা সহকারী কমিশনার (ভুমি),বিধান কান্তি হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহুরা খানম, সহ উপজেলার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।