ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা

 কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠী প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে “ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ এপ্রিল জেলা প্রশাসক সভা কক্ষে ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: আফরুজুল হক টুটুল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতী, জেলা তথ্য অফিসার মো:

আহসান কবীর, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নলছিটি উপজেলা চেয়ারম্যান  সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। বক্তারা বলেন, আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননেস্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী

সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহনকরে। পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র অনুমোদিত হয়। পরে এই বৈদ্যনাথতলা থেকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। বাঙালীর স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ১৭ এপ্রিল এক স্মরণীয় দিন। এ দিবস উদ্যাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top