এএসআই গোলাম রসুল এর মানবিক কর্মকান্ডে শিশুবাচ্চা আয়েশা ও মরিয়ম ফিরে পেল মা বাবার কোল

 শফিয়ার রহমান পাইকগাছা খুলনা :::: খুলনা বটিয়াঘাটা থানার ঝিনাইখালী গ্রামের ইসমাইল শেখের পুত্র মোঃ মওলা শেখ(২৪) তার স্ত্রী সুমাইয়া বেগমের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করেন যে,তার ২ টি শিশুবাচ্চা ১) মরিয়ম (২ বছর) ২) আয়েশা (৪ মাস) সহ নগদ ৮০,০০০ টাকা স্বর্নের চেইন আংটি কানের দুল সহ কাপড়চোপড় গুছিয়ে নিয়ে পিত্রালয়ে চলে গেছেন। উক্ত অভিযোগ অফিসার ইনচার্জ জনাব মোঃ শওকত কবির ও ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রভাষ চন্দ্র

সাহার নির্দেশে এএসআই গোলাম রসুল তদন্তপূর্বক প্রতীয়মান হয় যে মওলার স্ত্রী বাড়ি থেকে কোন টাকা পয়সা সোনা দানা নিয়ে যায়নি পারিবারিক বিরোধের জের ধরে সন্তান দুটো নিয়ে পিত্রালয়ে চলে গেছেন। পরবর্তীতে স্হানীয় ইউপি সদস্য মুরাদ মলঙ্গীর উপস্থিতিতে উভয়পক্ষের উপযুক্ত গার্জিয়ানদের সমন্বয়ে আপোষ মিমাংসার

মাধ্যমে উভয়ের ভেঙে যাওয়া সংসার একত্র করে ফুটফুটে শিশুবাচ্চা দুটো আবার মা বাবার কোলে ফিরিয়ে দেন। প্রসাশনিক কাজের পাশাপাশি ধারাবাহিক মানবিক এমন কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল করে চলেছেন চৌকস পুলিশ অফিসার এএসআই মোঃ গোলাম রসুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top