নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দুই ইউনিয়নের চারটি সড়ক পাকাকরণ কাজের ফলক উদ্বোধন করেছেন বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপি। গতকাল রোববার দুপুরে নিমাইদিঘী এলাকার সড়কে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.
আব্দুল মতিন, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, উপ-সহকারি প্রকৌশলী শহিদুল আলম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, ইউপি সদস্য গোলাম মোস্তফা, বেদেনা বেগম, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জাসদ নেতা আলহাজ¦ আব্দুল গাফ্ফার, আলহাজ¦ আবু তালেব, শহিদুল ইসলাম, জুলফিকার আলী ভূট্রু প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের
(এলজিইডি) বাস্তবায়নে চারটি সড়ক যথাক্রমে ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক, থালতা-মাঝগ্রাম ইউনিয়নের চাঙ্গুইর-বেতকুড়ি সড়ক, পাঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক এবং দূর্গাপুর জিসি-নশরৎপুর জিসি ভায়া কুন্দুগ্রাম সড়ক পাকাকরণ কাজ করা হচ্ছে।