হতদরিদ্র ৫শ’ প‌রিবা‌রে ঈদ উপহার বিতরণ করলেন সাপাহার মাঊন ক্লাব

 সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নওগাঁর সাপাহারে হতদরিদ্র ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ” সাপাহার মাঊন ক্লাব”। লাচ্চা সেমাই, সুগন্ধি পোলার চাউল, চি‌নি ও অন‌্যান‌্য নিত‌্য প্রয়জনীয় মু‌দি সামগ্রীর সম্বন‌য়ে গ‌ঠিত ঈদ উপহার প‌্যা‌কেজ‌টি সমা‌জের গ‌রিব দুঃখী হতদ‌রিদ্র প‌রিব‌া‌রের কা‌ছে পৌ‌ছে দি‌তে নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে ক্লা‌বের স্বেচ্ছা‌সেবক সদস‌্যরা । যাতে করে

সন্তোষ প্রকাশ করেন সমাজের হতদরিদ্র পরিবারগুলো। এই কার্যক্রমের বিষ‌য়ে জান‌তে চাই‌লে ক্লা‌বের উ‌দ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রকৌশ‌লী মুহ‌াম্মদ মু‌মিনুল হক ব‌লেন ” প‌বিত্র রমজান মাস প‌রম ইবাদ‌তের মাস।এক মাস সিয়াম সাধনার প‌রে আসন্ন ঈদুল ফিতর আমা‌দের সর্ব্বচ আনন্দময় উৎসব। সমা‌জের দা‌য়িত্বশীল একজন না‌গরিক

হিসা‌বে আমা‌দের কর্তব‌্য সকল‌কে সা‌থে নিয়ে এই ঈ‌দের খু‌শি উদযাপন করা । সে লক্ষ‌্য কে সাম‌নে রে‌খে প্রতিবছর মাঊন ক্লাব এধর‌নের কার্যক্রম প‌রিচা‌লিত ক‌রে আস‌ছে । তারই ধারাবা‌হিকতায় ২০২৩ সা‌লেও পাঁচ শতা‌ধিক প‌রিবার‌কে ঈদ উপহার দেওয়া হ‌লো । ” সমা‌জের কল‌্যানা‌র্থে ভ‌বিষতেও এই ধর‌নের কার্যক্রম চলমান থাকুক এমটাই দা‌বি সচেতন মহলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top