খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খানজাহান আলী থানা জাতীয় ওলামা পার্টির কমিটি গঠন ও ইফতার মাহফিল ১৪ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেটস্থ সংগঠনটির নিজস্ব কার্যালযে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে খানজাহান আলী থানা জাতীয় ওলামা পার্টির কমিটির ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি কারী মাওলানা ইমদাদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল হালিম নির্বাচিতত হয়েছেন। মহানগর জাতীয় ওলামা পার্টির আহবায়ক এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব মো. মোস্তফা কামাল রিপনের
সঞ্চালনায় খানজাহান আলী থানা জাতীয় ওলামা পার্টির কমিটি গঠন ও ইফতার মাহফিলে আমন্ত্রীত অতিথি
ছিলেন মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম সেলিম, খানজাহান আলী থানা জাতীয় পার্টির সভাপতি মো. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম আজাদ, যোগিপোল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হারুন শেখ, থানা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সভায় সর্বস্মতিক্রমে খানজাহান আলী থানা জাতীয় ওলামা পার্টির সভাপতি কারী মাওলানা ইমদাদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমীন, সহ-সভাপতি হাফেজ আবু রায়হান, সাধারণ সম্পাদক
হাফেজ আব্দুল হালিম, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, সহ-সম্পাদক হাফেজ আলী হুসাইন, সাংগঠনিক সম্পাদক দাউদ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ সিফাত হোসেন, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ হাসিবুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ মেহেদী হাসান, কার্যকরী সদস্য হাফেজ আব্দুল কাদের, হাফেজ সাবিদ হাসান, আবিদ হাসান, হাবিবুর রহমান, মোহাম্মাদ লাবিব কবীর এবং হাফেজ তামিম হাসানকে করে ১৭সদস্যের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় পার্টি , ওলামাপার্টিসহ অঙ্গসহুেযাগি সংগঠনের থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।