নড়াইলে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা,রামায়ন গান বাউল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত

খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলের বেনাহাটিতে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা,রামায়ন গান বাউল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার বিকালে বেনাহাটি গ্রামবাসীর আয়োজনে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি হাজরাতলার শতবর্ষী বটগাছ তলায় এসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেনাহাটি গ্রামের কৃতি সন্তান মাগুরা বনশ্রী রবিন্দ্র স্বরনী
কলেজের প্রভাষক কৃষ্ণপদ দত্ত সভাপতিত্ব করেন। স্বার্বিক সহযোগিতা করেন গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ টেলিভিশনের ও বাংলাদেশ বেতারের শিল্পীসুব্রত কুমার দত্ত,সর্বেশ্বর গোশ্বামী,ধীরেন গুপ্ত প্রমূখ।

সম্মানিত অতিথি ছিলেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান,শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক বিশ্বাস, খুলনার মতুয়া মহাসংঘের সভাপতি প্রশান্ত কুমার হালদার,মতুয়া মহসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র, ডাঃ সুদব মন্ডল,ডাঃ সুকুমার বিশ্বাস, জিপিও খুলনার হিসাব রক্ষক প্রশান্ত হালদার, খুলনার মতুয়া মহাসংঘের সাধারন সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক অনুপম টিকাদার, খুলনার মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক বাবু অংশপতি,খুলনার সরকারী বি এল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের

প্রভাষক সৌমিত বিশ্বাস,অবঃ ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার,যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজের পদার্থ
বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল কুমার গোশ্বামী,প্রানী সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোশ্বামী, খুলনার মতুয়া মহাসংঘের জয়ন্ত বালা,বাবু রমেশ অধিকারী,মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির বিশ্বাস সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা শেষে শিবপূজা,রামায়ন গান ও বাউল সংগিত অনুষ্ঠিত হয়। দিনরাতব্যাপি এসব অনুষ্ঠান উপভোগ করতে হাজারো নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধরা উপস্থিত
হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top