সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধিঃ সন্মানিত গরু ছাগল ক্রেতা বিক্রেতা, ও পাইকার ভাইদের জন্য সুখবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, কেন্দুয়া উপজেলা, সান্দিকোনা ইউনিয়নের, সাহিতপুর বাজারের মেইন রোডের পাশে,কেন্দুয়া আঠারবাড়ী সড়কে এখন থেকে প্রতি শনিবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে এক বিশাল গরু ছাগলের হাট বসেছে। উক্ত হাট শুভ উদ্বোধন করেন সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আজিজুল ইসলাম। তিনি এ
সময় বলেন,সাহিতপুর বাজারটি ঐতিহ্যবাহী একটি পুরাতন বাজার।এ বাজারে আজ শনিবার থেকে গরু ছাগলের হাট বসছে এতে আমি খুবই খুশি।পুরনো দিনের স্মৃতিকে পেছনে ফেলে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। উক্ত হাটে প্রতি গরুর টোল ধায্য করা হয়েছে ১৫০ টাকা, ও ছাগল ১০০ টাকা এবং পাইকার ভাইদের জন্য থাকবে বিশেষ সুযোগ সুবিধা। উক্ত হাটে সকল শ্রেনি-পেশার জনসাধারণকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ইজাদার জনাব মোজাহিদুল ইসলাম।