যুবনেতা শেখ সোহেলের উদ্যোগে খুলনার দিঘলিয়ায় ইফতার বিতরণ

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেল এর উদ্যোগে খুলনা মহানগরী ও এর আশেপাশে এলাকা জুড়ে মাস ব্যাপি রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কর্মসুচীর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) খুলনার দিঘলিয়া উপজেলার দৌলতপুর খেয়া ঘাটে মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সার্বিক তত্ত্বাবধানে খেয়া ঘাটের মাঝি, ভ্যান চালক ও স্হানীয়দের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য সাহাবউদ্দিন, আকতার ও পাখি বেগম, বিশিষ্ট ব্যাবসায়ি ফারাক, মহিলা নেত্রী নাসরিন আক্তার, মহানগর যুবলীগের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসেরসহ ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দুই শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top