মাহমুদপুরে এডহক কমিটির গঠনের পায়তার অভিযোগ

 জামালপুর প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য একটানা পঞ্চম বাবের মতো নিয়মবহির্ভূত এডহক কমিটির গঠনের পায়তার অভিযোগে পুরো উপজেলা সরগরম হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলায় মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার সংলগ্ন মাহমুদপুর বহুমুখী উচ্চবিচারালয়ে। বিদ্যালয়ের একজন সচেতন অভিভাবক মো: শহিদুর রহমানের ২৮/৩/২৩ খ্রিঃ লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরে জমিনে গিয়ে জানা যায়-

মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিএসসি,জিএসসি,ও এসএসসি পরিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই বিদ্যালয়ের নিয়মিত কমিটির মেয়াদ অনেকদিন আগে শেষ হওয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আখতার হোসেন ইকরামুল এডহক কমিটি করে বিদ্যালয়ের যাবতীয় কাজ করে আসছেন। এই এডহক কমিটির মেয়াদে নিয়মিত কমিটি করতে না পেরে গোপনে ঐ এডহক কমিটি পুনরায় অনুমোদন নেন।এবাবে ৪ বার এডহক কমিটি করেই চলেছেন। এডহক কমিটির চতুর্থ

বারের মতো শেষ হলে পঞ্চম বারের মতো ৩ মাস মেয়াদি এডহক কমিটি গঠনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির আহবায়ক পায়তারা করে যাচ্ছেন। এ বিষয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেনের সাথে মোটো ফোনে ৯.৩১ পিএম এ যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করে এডিয়ে যান। তবে মেলান্দহ উপজেলা

মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন – কোন অবস্থারএডহক কমিটি একাধারে ৪/৫ বার হতে পারবে না।এটার নিয়ম ও আইন কোনটায় নাই।আর কমিটির অনুমোদন যেহেতু বোর্ডে দেয়।তাই এ বিষয়ে বোর্ড ঐ ভাল জানে। তবে মাহমুদপুরের মতো একটি গুরুত্ববহ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির এমন দুরবস্থাপন্ন ও এবিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবক, সূধী ও সচেতন মহল। সবাই এ অবস্থার সুষ্ঠ, সুন্দর গ্রহণযোগ্য সমধান আশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top