নড়াইলে হত্যার উদ্দেশে- সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

340648107_739942017599414_1560478945371973214_n.jpg

 খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলে হত্যার উদ্দেশে আজাদ মোল্যার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলার নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের মাউলি কাঠাদুরা গ্রামের রাস্তায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন আকরাম মোল্যা,পলি বেগম,জিল্লু শেখ প্রমূখ। বক্তারা বলেন গত ১০ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় মাউলি-মহাজন সড়কের ব্রিজের ওপর আজাদ মোল্যাকে কুপিয়ে হত্যার

চেষ্টা চালায় প্রতিপক্ষরা। মাউলি গ্রামের জাকির মোল্যা ও মোস্তফা মোল্যার নেতৃত্বে তাদের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আজাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। আজাদকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা দোষীদের গ্রেফতারের দাবি জানচ্ছি। বক্তারা আরো জানানন, মাউলি গ্রামের মৃতঃ দাউদ মোল্যার ছেলে জাকির মোল্যা

ও মোস্তফা মোল্যার কতিপয় ভাড়াটে সন্ত্রাসী ধারালো ছ্যানদাউ লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে পালিয়ে চলে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজাদ মোল্যার ভাই আকরাম মোল্যা বলেন,আমার ভাই আজাদ মোল্যাকে হত্যার জন্য জাকির মোল্যা ও মোস্তফা মোল্যার নির্দেশে সন্ত্রাসীরা ওত পেতে থেকে লাঠি ও ছ্যানদাউ দিয়ে কুপিয়েছে। এতে করে আমার ভাইয়ের মাথায় ও পায়ে অনেকগুলো সেলাই করা লেগেছে। আমি আমার ভাইয়ের উপর হামলা কারীদের দৃষ্টান্ত

মূলক বিচার চাই। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জাকির মোল্যার কাছ থেকে আজাদ মোল্যা বাড়ির জমি ক্রয় করে টাকা পরিশোধ করলেও জাকির মোল্যা আজাদ মোল্যাকে জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় আজাদ মোল্যার স্ত্রী লিপি খানম জাকির মোল্যা ও তার স্ত্রী মুক্তা বেগমের বিরুদ্ধে থানায় জিডি করে। এই জিডি করার কারনে ও জমিজমা সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। আরো জানা যায়, যৌথ পরিবার থাকাকালিন জাকির মোল্যাকে ভাইয়েরা বিদেশ পাঠিয়েছিল। জাকির

মোল্যা বিদেশ থাকাকালীন ভাইয়েরা অনেক জমিজমা ক্রয় করে। পরে জাকির মোল্যা দেশে এসে ভাইদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সব সম্পত্তি ভোগদখল করে। এ ব্যাপারে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ পেয়েছি। এ ঘটনাকে কেন্দ্র করে আজাদ মোল্যার ওপর হামলা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top