খন্দকার সাইফুল নড়াইলঃ গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক প্রথম আলো প্রকাশিত ‘শিশুর নামে স্বাধীনতাকে কটাক্ষ করে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে স্বাধীনতা চেতনা বিরোধী দৈনিক প্রথম আলোর নিবন্ধন বাতিল, মিথ্যাচার ও ষড়যন্ত্রকারিদের শাস্তির দাবিতে নড়াইলে যুব মহিলালীগের
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বাংলাদেশ যুব মহিলা লীগ নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ যুবমহিলা লীগ নড়াইল জেলা শাখার সভাপতি সঞ্চিতা হক রিক্তা,
সাধারন সম্পাদক মিলি সিদ্দিকী, যুব মহিলালীগ নেত্রী মৌসুমি মৌ সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সম্প্রতি দৈনিক প্রথম আলো’য় যেভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র ও জাতির ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এছাড়াও স্বাধীনতা চেতনা বিরোধী দৈনিক প্রথম আলোর নিবন্ধন বাতিল ও ষড়যন্ত্রকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।