তীব্র তাপদহে হিলিতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে

নুরুজ্জামান হোসেন হিলি দিনাজপুর   :::;  তীব্র তাপদহে গত কয়েক দিনে দিনাজপুরের ভারত সীমান্তের হিলিতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এছাড়াও পেটব্যাথা, সর্দিকাশি ও শ্বাসকষ্টের রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, প্রতিদিন গড়ে ১০ /১২ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। এছাড়াও বহি:বিভাগে পেটব্যাথা, সর্দিকাশি, জ্বার ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে গড়ে ১৫০ /১৬০ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশ
নারী ও শিশু। অতিরিক্ত গরম ও ইফতারিতে ভাজা পোড়া খবার কারণেই অসুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মহিলা ওয়ার্ডে ভর্তি আরজিনা বেগম বলেন,ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দু’দিন থেকে ভর্তি আছি। ডাক্তার স্যালাইন ঔষধ দিয়েছে। এখন অনেকটাই সুস্থ আছি। আনোয়ারা খাতুন
জানান,একদিন আগে ৪ বছর বয়সী ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছি। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাস জানান, গত কয়েকদিন থেকে প্রচন্ড রোদ গরম সেই সাথে ইফতারিতে বাহিরের খাবার খাওয়ার জন্যেই ডায়রিয়া ও অন্যান্য রোগীর চাপ বেড়েছে। রোগীদের চিকিৎসার পাশাপাশি ইফতারিতে ভাজা পোড়া না খাওয়ার, হাত ভালোভাবে পরিষ্কার করা ও প্রচুর পানি পানে পরামর্শ দেওয়া হচ্ছে। নুরুজ্জামান হোসেন হিলি দিনাজপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top