ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টার- দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সামনে হাজির হয় পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মার নিকট এ দিনটি সবথেকে বড় আনন্দ উৎসব । আসন্ন ঈদুল ফিতরে সরকারি ঘোষণায় ঈদের ছুটি একদিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি অফিসগুলো ছুটি থাকবে মর্মে সরকারি ঘোষণা প্রদান করার ফলে ঈদের ছুটি বাড়লো একদিন। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে
অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। উল্লেখ্য, ঈদুল ফিতরের ছুটি আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। এর পূর্বে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি।
মাঝখানে ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকার ঈদ উপহার হিসেবে ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৫ দিন। রমজান মাস ৩০ দিনে হলে ছুটি বাড়বে আরো ১দিন ২৪ এপ্রিল পর্যন্ত। সেক্ষেত্রে মোট ৬ দিন সরকারি ও স্বায়ত্তসাশিত অফিসগুলো বন্ধ থাকবে।