দাকোপ মহিলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে উপজেলায় শোকের ছাঁয়া

 খুলনা জেলা প্রতিনিধি // খুলনা জেলার দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস খাদিজা আকতার ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহির ওয়া ইন্নালিল্লাহি রাজিউন …… ) দাকোপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি

খাদিজা আক্তার (৫০) কিডনি জনিত সমস্যার কারণে দীর্ঘ দিন অসুস্থতা থাকার পর খুলনা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল ২০২৩ ইং সোমবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেন । মৃত্যু কালে তিনি স্বামী সহ অসংখ্য গুনাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে তার এলাকা

নলিয়ান সহ দাকোপ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মিসেস খাদিজা আক্তার ছিলেন, ভালো মনের উদার মানুষ। তাঁর মত একজন মানুষকে হারিয়ে দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগ যোগ্য নেতৃত্ব কে হারিয়েছেন । খাদিজা আক্তারের পরিবার সুত্রে জানা যায়, ১১ এপ্রিল মঙ্গলবার মরহুমের নিজ বাসভবন নলিয়ানে জানায়া শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top