আবারো ভাঙ্গা -মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে বেপরোয়া গতিতে প্রাণ গেল এক পথচারীর

প্রতিবেদকঃ মীর ইমরান মাদারীপুরঃ মাদারীপুর শিবচরের পাঁচ্চর নামক স্থানে ভাঙ্গা -মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে বগুড়া থেকে তরমুজ বুঝাই করে ঢাকা যাওয়ার পথে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাকের চাপায় মোঃ কাবুল বেপারী (৪৫) নামের এক পথচারীর নিহত হয়। নিহত মোঃ কাবুল বেপারী , বন্দর খোলার, শিকদারের হাটের মোসলেম বেপারীর ছেলে, তিনি ঢাকা যাওয়ার জন্য পাঁচ্চর রয়েল হসপিটালে সামনে বাসস্টান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলো সময় এ দূর্ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায় , বগুড়া’ ট-১১-২২৪৩ নাম্বারের একটি ট্রাক ব্রেক ফেল করে দ্রুত গতিতে ছুটে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সাথে ছিটকি পড়ে এ সময় ঢাকার পথে এক যাত্রীর কাবুল বেপারী (৪৫) উপর ট্রাকটি আঘাত করে, গুরুতর আহত অবস্থায় ঐ যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক বলেন, সোমবার (১০শে এপ্রিল)সকাল ৭-৩৫ মিনিটে বগুড়া থেকে তরমুজ বুঝাই করে একটি ট্রাক দ্রুত গতিতে ছুটে আসে পাঁচ্চর বাস স্ট্যান্ডের ট্রাকটি আইল্যান্ডের সাথে দ্রুত গতিতে আঘাত করে।পরে ঢাকার পথে কাবুল বেপারী নামের এক যাত্রীর উপর ট্রাকটি আঘাত করে এসম গুরতর আহত হয় কাবুল বেপারী সাথে সাথে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় ,ট্রাকটি শব্দ করা হয়েছে, এ ঘটনা একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top