রিপোর্টার,মাসুদ রানাঃ ঈদকে সামনে রেখে বগুড়ার শেরপুরে মহাসড়কে ঈদের ৭ দিন আগে ও ঈদের ৭ দিন পর পর্যন্ত যানজট নিরসনে মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা,সিএনজি ও ভটবটি সহ তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ করতে সচেতনমূলক প্রচারণা চালিয়েছে বগুড়া জেলা প্রশাসন। সোমবার বিকেল ৩ টার দিকে শেরপুর শহরের ধুনটমোর ও বাসস্ট্যান্ড এলাকায় এ প্রচারণা চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক(ডিসি)মোঃসাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,বগুড়ার জেলার হাইওয়ে এসপি মোঃহাবিবুর রহমান (হাবিব) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা খাতুন,শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা,শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম (খোকা)শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার,শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন সরকার। শেরপুর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃইয়াজদানী প্রমুখ।