রূপসায় ৮ বছরের শিশু নদীর পানিতে ডুবে মৃত্যু

জেলা সংবাদদাতা,খুলনাঃ খুলনা জেলার রূপসা উপজেলার রহিম নগর গ্রামের কলোনি বউবাজার নামক স্থানে খেলতে গিয়ে আঠারো বেঁকী নদীতে ডুবে মঈনউদ্দিন নামের ৮ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে ।
শিশুটি রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মোঃ সোহেলের একমাত্র ছেলে মইনউদ্দিন। সে কিন্ডারগার্টেন মাদ্রাসার ছাত্র। মইনউদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার ৯ এপ্রিল ২০২৩ এর বেলা ১২ টার দিকে আঠারো বেঁকী নদীতে পরে যায় শিশু মইন উদ্দিন।

তাকে ঐ দিন নদীতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে রূপসার নৈহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুলের ইটের ভাটার অদূরে শিশুটির ১০ এপ্রিল সোমবার সকালে ভেসে উঠলে স্থানীয়রা তাঁর পরিবারকে জানায়। বিকাল চারটায় রহিম নগর কলোনি স্পোর্টিং ক্লাবের মাঠে তার জানাযা সম্পন্ন হয়েছে । জানাযা শেষে রহিমনগর কলোনির নিজস্ব কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top