পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার প্রদান

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টারঃ আজ রবিবার ০৯ই এপ্রিল খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম এর সভাপতিত্বে খুলনা জেলা পুলিশের মার্চ/২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা

এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা করে আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
মার্চ/ ২০২৩ খ্রি. মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির ; সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে কয়রা থানার এসআই(নিঃ) মোঃ রশিদুজ্জামান এবং এএসআই(নিঃ) ক্যাটাগরিতে ডুমুরিয়া থানার এএসআই(নিঃ) সরদার রমজান আলী বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top