তেরখাদায় চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

 রবিউল ইসলাম,খুলনা :::::   খুলনার তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীর আয়োজনে ষড়যন্ত্রকারীদের বিচার ও শাস্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাগলাদাহ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বিপ্লব কাজী। এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ এস এম ফজলে রাব্বী বাধন, ছাগলাদাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন শেখ, সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ, যুবলীগ নেতা ইব্রাহিম ভূইয়া, শামিম মোল্লা, সুমন মোল্লা, আব্দুল গনি, শেখ রহমত, নাইম মোল্লা, তরিকুল মোল্লা, যোবায়ের শেখসহ ইউনিয়নবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ছাগলাদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উজ্জ্বল শেখ সুনামের সাথে দায়িত্ব পালন করে ইউনিয়নবাসীর সেবা করে আসছে। ইতিমধ্যে ইউনিয়নের

সর্বস্তরের মানুষের মন জয় করে উজ্জ্বল শেখ জনপ্রিয় জনপ্রতিনিধিতে পরিণত হয়েছে। আর তার এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এসবের নেতৃত্ব দিচ্ছে ইউনিয়নের কুশলা গ্রামের মৃত লুৎফর রহমান সরদারের ছেলে মঞ্জুর সরদার। এমনকি মঞ্জুর সরদার চেয়ারম্যানের আত্মীয় পরিচয় মানুষের কাছে টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলেও অভিযোগ রয়েছে। তাই বক্তারা অবিলম্বে মঞ্জুর সর্দারসহ সকল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top