কেরানীগঞ্জে অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 ইমরান হোসেন ইমু   কেরানীগঞ্জ  ::::  কেরানীগঞ্জে- পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেরাণীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৮ এপ্রিল শনিবার কালিন্দী ইউনিয়নের চড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় প্রায় সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল-ডাল,ছোলা,চিনি ও ভোজ্য তেল বিতরন করা হয়েছে। দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ও কেরানীগঞ্জ

উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিন্দী ইউপির সাবেক চেয়ারম্যান মো.মহসিন রানা খোকন ও .মোজাম্মেল হোসেন ,বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী  আশকর আলী, আ’লীগ নেতা সোহরাব হোসেন খোকন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য

জামিল হোসেন,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি,ইউপি সদস্য .শাহীন,মো.আরিফুল ইসলাম, বিপ্লব,রাজু আহম্মেদ ইতি, আজমল, .নাঈম,রোকনসহ কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন আহমেদ বলেন, প্রতি ঈদে আমরা আপনাদের সাথে ইফতার পার্টি ও দোয়া মাহফিল করে থাকি। কিন্তু এবছর তা নাকরে দেশের হত দরিদ্র মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমে মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য এসব খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top