নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

 রিপোর্টারঃমনজুরুল ইসলাম ::: নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জয় মিয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,

উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে আনসার আলীর পুকুর খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিল রানা সরদার নামে এক কন্ট্রাক্টার। শনিবারে ভোরে পুকুর থেকে মাটি বোঝাই ট্রাক্টর রাস্তা উঠতে গিয়ে উল্টে যায়। এতে চালক জয় মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে

গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, লালপুর থানায় এবিষয়ে অভিযোগ পায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top