রামপালে ব্যাবসায়ীকে মেরে রক্তাক্ত জখম, থানায় মামলা

 বাগেরহাট প্রতিনিধিঃ রামপালে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও ব্যাবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় মোঃ মেহেদী হাসান নামের এক ব্যাবসায়ী রক্তাক্ত জখম হয়েছেন। তিনি উপজেলার ধলদাহ গ্রামের খালিদুর রহমান বাদশার পূত্র । বুধবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ফয়লা বাজার জজ মার্কেটের ফুড এ্যান্ড বেভারেজ কোম্পানীর গোডাউনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামপাল থানায় ভূক্তভূগীর ভাই হুমাইদী হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।

মামলা নং ১০ , তারিখ ০৬/০৪/২০২৩ । আসামীরা হলেন উপজেলার গোবিন্দপুর গ্রামের মঞ্জু হাওলাদারের পূত্র মোঃ রমিম হাওলাদার (২৬), রেজাউল মোড়লের পূত্র‌ নূর আলম মোড়ল (২৫), মৃত ফরহাদ শেখের পূত্র মোঃ হায়াত আলী শেখ (২২), এবং পার-গোবিন্দপুর গ্রামের মিজান শেখের পূত্র মেজবাহ শেখ (২৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন । এজাহার সূত্রে জানা, ঘটনার দিন সকাল সাড়ে ১১ টার দিকে আসামীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে ফয়লা বাজারস্থ জজ মার্কেটে আহত

মেহেদীর ফুড এ্যান্ড বেভারেজ কোম্পানীর গোডাউনে আসে। আসামীদের হাতে থাকা লোহার রড ও হাতুড়ী দিয়ে মোঃ মেহেদী হাসান কে তার মাথায় ও শরিরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তার মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় তার ডাক চিৎকারে স্বজনরা ছুটে আসলে তাদেরকেও গালাগালী ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। এজাহার সূত্রে আরও জানা যায়, এসময় আসামীরা ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর এবং গোডাউনের ক্যাশে ভেঙ্গে ৮৫ হাজার টাকা লুট করে এবং ৭৮ হাজার

টাকা সমমূল্যের গোডাউনের অফিসে থাকা মালামাল নষ্ট করে চলে যায় । পরে মেহদী হাসানকে রক্তাক্ত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলমান রয়েছে। রামপাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লা বাজারে একটি মারামারীর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে । আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়াধীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top