মণিরামপুরের মসজিদের ওজু খানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

 নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর পৌরসভার জয়নগর উত্তরপাড়া জামে মসজিদের নতুন ওজুখানা নির্মাণের লক্ষে বেজ ঢালাইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মসজিদের নান্দনিক সৌন্দর্যের বৃদ্ধি ও মুসাল্লিদের ওজু করার সুবিধার্থে এ ওজুখানার নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে এ ওজুখানার বেজ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন মানবতাবাদী, স্বাধীন চিত্তের অধিকারী, অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী পৌরসভার ২নং-(গাংড়া-মহাদেব-জয়নগর)

ওয়ার্ডের কাউন্সিলর সুমন কুমার দাস। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মতিয়ার রহমান, সহসভাপতি গ্রাম ডাক্তার রানা আহম্মেদ, কোষাধক্ষ্য তৌহিদুর রহমান বাবুসহ কমিটির অন্যান্য সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মুসল্লিগণ। এ সময়ে কাউন্সিলর সুমন কুমার দাস বলেন, “ধর্মের আসল অর্থ আমার কাছে জীবনদর্শন। ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’- আমার শিক্ষককের এ কথাটিকেই আমি মন্ত্র হিসেবে গ্রহণ করেছি।

তাই শুধু ধর্মকে নয়-আমি মানব জাতিকে ভাল বাসতে শিখেছি, অন্য ধর্মকে সম্মান করতে শিখেছি। কে কোন ধর্মের সেটা বড় কথা নয়-আমি সকল মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। কারণ মানবতার উপরে কোন ধর্ম নেই। তাই অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতাকেই আমার কাছে শ্রেয় মনে হয়েছে, মনে হয়েছে মানুষ, মানবতা, মানবিকতার প্রতি আস্থাই পরম ধর্ম। অর্থাৎ নিজের যে ধর্মের প্রতিই বিশ্বাস অথবা অবিশ্বাস থাকুক না কেন, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া চাই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top