পাইকগাছা প্রতিনিধি:::: পাইকগাছা উপজেলা লস্কর ইউপির লক্ষ্মীখোলা গ্রামের মোঃ মোজাম গাজী(৫০) ঘরের পাশে শিরিশ গাছ কাটতে যেয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে।ঘটনা স্থল থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান পরিদর্শন করেছেন।স্থানীয় সূত্রে জানাযায় লক্ষীখোলা গ্রামের মৃত্যু হোসেন আলী গাজী ছেলে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় মনিরুল ইসলাম জানান মোজামের ভাই তার বাড়ীর শিরিশ গাছ টি বেপারির কাছে বিত্রুি করেন, বেপারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে
গাছ কাটতে থাকে,প্রথমে গাছের ডালপালা কেটে ফেলার পরে, গাছের মুল ধড় কেটে সামান্ন অংশ লাগানো থাকে। মোজাম গাছটি ফেলার জন্য ধাক্কা দিলে মাটিতে থাকা মুল সিকড়ে বেধে মোজাম গাছের নিচে চাঁপা পড়ে মাথা ফেঁটে তাথক্ষিন মৃত্যু হয়েছে বলে জানান এলাকা বাসি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমেছে।
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ৬নং লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন সহ সুশিল সমাজ ।মৃত্যু কালে ১স্ত্রী ২কন্যা সহ বহুু গৃনগ্রহী রেখে গেছেন। ওসি মোঃরফিকুল ইসলাম বলেন থানায় অপমৃত্যু মামলা,আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শত্রুবার সকালে মরহুমের জানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে।