মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবার কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ি নির্মাণ করার জন্য চতুরপার্শে দেয়াল নির্মাণ শুরু করায় ৭ টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের
ভুক্তভোগী পরিবারগুলো এমন অভিযোগ তোলেন পীরগাছা এলাকার জালাল মুন্সীর বিরুদ্ধে। জানা যায় জালাল মুন্সী দড়িহাসিল গ্রামের শাহআলমের নিকট হতে ৭
শতাংশ জমি ক্রয় করে সেখানে বাড়ী নির্মাণ করার জন্য চতুরপার্শে দেয়াল নির্মান করছে। দীর্ঘ দিনের চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণকাজ শুরু করায় যাতায়াত বন্ধ হয়ে গেছে ওই পরিবারগুলোর। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।