দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেলিম মাহবুব, ছাতকঃ দোয়ারাবাজারে পানিতে ডুবে হাফছা বেগম নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর উপজেলার নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগর গ্রামের মজম্মিল আলীর বাড়ীর পিছনে পুকুর থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হাফছা বেগম নরসিংপুর ইউনিয়নের

মন্তাজনগর গ্রামের সৈয়দ আহমদের মেয়ে। পুলিশ, পরিবার ও স্থানীয় সুত্র থেকে বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল অনুমান ১০ টার দিকে হাফছা বেগম নিজ বসতবাড়ির পাশে খেলাধুলা করছিলো।কিছু সময়ের মধ্যে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করিতে থাকেন। একপর্যায়ে

প্রতিবেশী মজম্মিল আলীর পুকুরের পানিতে লাশ দেখতে পাওয়া যায়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন,খবর পেয়ে থানার এস আই মোহাম্মদ আমীর খসরুকে ঘটনাস্থল পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top