বাগেরহাটে আঞ্জুমানে ইত্তেহাদের সৌজন্যে ৪৫ তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল বাগেরহাট :::: বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ৪৫ তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাইতুশশরফ আনজু মানে ইত্তেহাদ বাগেরহাট জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৬মার্চ) আসরের নামাজ বাদ ইছালে সওয়াব মাহফিল এবং ইফতার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন রাহাবারে বায়তুশ শরফ চট্টগ্রামের আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ। মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু, আঞ্জুমানে ইত্তেহাদ বাগেরহাট জেলা শাখার সভাপতি

হাওলাদার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পান্না, ষাটগম্বুজ বায়তুশশরফ আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আসলাম হোসেন, ষাট গম্বুজ বায়তুশ শরফ এতিমখানার সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান পিয়ার, ষাট গম্বুজ হেফযখানার সভাপতি শেখ শামীম হাসান, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top