পাইকগাছা প্রতিনিধি::: পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ সাদ্দাম হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রফিকুল মোড়লের ছেলে। পাইকগাছা থানার সহকারী উপ-পুলিশ নাসির উদ্দীন জানান, গোপন সংবাদে ভিলেজ পাইকগাছার
শিবসা ব্রিজে উপর বুধবার রাতে মাদক বিকিকিনি হচ্ছে এমন সংবাদ পায়। এ সময় অভিযান চালিয়ে সেখান থেকে সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে তার কাছে থাকা ৫০ গ্রাম মাদক ( গাঁজা) বের করে দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক মাদক
ব্যাবসায়ীর নামে থানায় মামলা হয়েছে। বৃহষ্পতি বার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় এলাকাবাসি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।