পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা জমি দখল কালে একই পরিবারের ৫ জন রক্তাক্ত জখম

 পাইকগাছা প্রতিনিধি:::  খুলনার পাইকগাছায় জায়গা-জমির বিরোধে একই পরিবারের ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ সময় প্রতিপক্ষরা দাবী করেন তাদেী একজন আহত হয়েছে।আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করতে গেলে বাঁধা দেয়ায় এ ঘটনা ঘটে। জানা যায়,উপজেলার কাঠিপাড়া গ্রামে ১.৫০ একর জমি নিয়ে রজব আলী গাজীর সাথে স্থানীয় রাজ্জাক মোড়লের বিরোধ চলে আসছে। রজব আলী জানান তিনি দীর্ঘকাল ডিসি আর নিয়ে ভোগ দখলে

আছে।অন্যদিকে রাজ্জাক মোড়ল জানান,তাদের রেকর্ডী জমি তাদের দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষরা নির্বাহী আদলতের একটা নিষেধাজ্ঞা নিয়ে দখল করতে আসে।এ সময় সংঘর্ষ বাঁধে। তাতে আমিসহ দুজন আহত হয়েছি। অপরদিকে রজব গাজীর ভাই রাজ্জাক গাজী জানান,আমার ভাই রজব আলী দীর্ঘদিন ডিসিআর কেটে ১.৫০ একর জমি ভোগ দখল করছে। প্রতিপক্ষরা দখলের পায়তার করতে থাকলে নির্বাহী আদালতে মামলা করলে সেখান থেকে নিষেধাজ্ঞা প্রাপ্ত হন। মঙ্গলবার সকাল সাড়ে

১০টার দিকে রাজ্জাক মোড়লরা দা,শাবল,লাঠিসহ দেশীয় অস্ত্র নিষে আমাদের উপর হামলা করে। তাদের দায়ের কোপ,রড ও লাঠির আঘাতে রজব গাজী ৬৫),তার স্ত্রী আশরাফুন্নার(,৫০),ছেলে সোহাগ গাজী(৩৫),শাহীন গাজী(২০) ও সোহাগ গাজীর স্ত্রী রোজিনা খাতুন(২২) রক্তাক্ত জখম হয়।আহতদের হাসপাতালে৷ ভর্তি করা হয়েছে। থানায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ মামলা বা অভিযোগ করেনি। ওসি রফিকুল ইসলাম জানা ঘটনা শুনেছি।কোন অভিযোগ পায়নি। পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top