প্রতিনিধি,মাসুদ রানা, বগুড়া::: বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নের চাটাইল এলাকার জৈনক ব্যক্তির ৫ বছরে শিশু ছেলেকে বলৎকারের চেষ্টাকারী একই এলাকার মমতাজ উদ্দীন (৬৩)^কে আটক করেছে শেরপুর থানা পুলিশ। সরজমিনে গিয়ে জানা যায়,বিশালপুর ইউনিয়নের চাটাইল এলাকার জৈনক ব্যক্তির পাঁচ ৫
বছরের ছেলে শিশুকে আজ ৫/৪/২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকার সময় শিশুটিকে চকলেট খাওনোর লোভ দেখিয়ে পাশের বাড়ির জৈনক ব্যক্তির পুকুর পাড়ে ডেকে নিয়ে শিশুটিকে বলৎকারের চেষ্টা করে একই এলাকার মৃত বাহার উদ্দীনের ছেলে মুনতাজ উদ্দীন (৬৩)। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে
বলৎকার চেষ্টাকারী কৌশলে পালাইয়া যায়।পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং বলৎকারের চেষ্টাকারী মমতাজ উদ্দীনকে আটক করে। এই বিষয়ে শেরপুর থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, এই বিষয়ে বলৎকারের চেষ্টাকারীকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।