সরদার বাদশা নিজস্ব প্রতিবেদকঃ খুলনা ডুমুরিয়ার উপজেলার খর্ণিয়ার আঙ্গারদহ গ্রামের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে হালিম মোড়ল নিজের জমির গাছ কাটছিল। এ সময়ে প্রতিপক্ষরা ওই গাছ কাটতে বাঁধা প্রদান করে। গাছ কাটতে বাঁধা দেয়ার কারণ জানতে
গেলে প্রতিপক্ষ হালিম মোড়লের পরিবারের সকল সদস্যদের ওপর ধারালো দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় হালিম মোড়লের মা ছবুরন নেছা (৭৫), বোন আকলিমা বেগম (৫২), তাছলিমা বেগম (৪৮), কহিনুর বেগম (৪৫) ও শাহানাজ বেগম (৩৮)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা অবনতি হওয়ায় ছবুরণ নেছা, আকলিমা ও কহিনুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ছবুরন নেছার বাম হাত ভেঙে
গেছে এবং কহিনুর ও আকলিমার মাথায় গুরুতর ক্ষত হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে। হালিম মোড়ল বাদি হয়ে দায়ের করা মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কণি মিয়া বলেন, মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।