নাটোরের বাগাতিপাড়া সদর ইউনিয়নে পৃথক ৩টি কাঁচা রাস্তা পাকা করনের উদ্বোধন করেন বকুল এমপি

 রিপোর্টারঃ মনজুরুল ইসলাম :::  নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো আজও ৩টি কাঁচা রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে দুপুর দুই টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে এ ৩টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, বাগাতিপাড়া উপজেলা

আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামিলীগ নেতা শাহ আলম মাস্টার প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে বাগাতিপাড়া ইউনিয়নের কুঠিবাঁশবাড়িয়া

নতুন পাড়া হতে মল্লিকপুর পর্যন্ত ৮৪০ মিটার রাস্তা ৮৬ লক্ষ টাকা ব্যয়ে, সাজা মালঞ্চি UZR জয়নাল আবেদীনের বাড়ী পর্যন্ত ৩১৫ মিটার রাস্তা ২৪ লক্ষ টাকা ব্যায়ে এবং বাটিকামারি নন্দিকুজা হতে বটতলা টুনিপাড়া পর্যন্ত ২৩৪০ মিটার রাস্তা ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এ তিনটি কাঁচা রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top