খন্দকার ছদরুজ্জামান, জেলা প্রতিনিধি,নড়াইল::: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লংঙ্কারচর দক্ষিণপাড়া গ্রামের মৃত মমিন উদ্দিন মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা মো: কবিবুর রহমান মোল্যার জমি ভূমিদস্যুদের কবলে থাকার অভিযোগ। অভিযোগ সূত্রে জানা যায় যে,বীর মুক্তিযোদ্ধা মো: কবিবুর রহমান মোল্যার জমি দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত রাঙ্গামিয়া শেখের ছেলে মোতালেব শেখ (৫৩),: ছবুর শেখ (৬৩), ছবুর শেখের ছেলে বোরহান শেখ (৩৫),মৃত রাঙ্গামিয়া
শেখের ছেলে রবিউল শেখ (৭০), উকিল শেখ (৬০), : কুখিল শেখ, (৫৮), বিল্লাল শেখ (৫০) সবাই স্থানীয় ভূমিদস্যু, দুরধর্ষ সন্ত্রাসী, লাঠিয়াল, জুলুমবাজ, দাঙ্গাবাজ ও আইন অমান্যকারী প্রকৃতির লোক । তাদের সাথে আমার দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে তফশিলী জমির বিবরণ ১২৭ নং দৌলতপুর মৌজার খতিয়ান ৬১৬, জমির দাগ নং এস এ ২০৬৬, জমির পরিমান ১ একর ২৭ শতক এর মধ্য আমার দাবী ১৪ শতক। এস এ দাগ নং ২০৬৬ এর বাটা ৩০০১, জমির পরিমান
৭৬ শতক, তার মধ্য আমার দাবী ৩৮ শতক, মোট দুই দাগে জমির পরিমান ৫২শতক। আমার স্ত্রী মোছা: রবেজান নেছা ওরফে রাবেয়া বেগম এর পৈত্রিক সম্পত্তি যা আমার স্ত্রীর নামে।রেকর্ড ও নামপত্তন আছে এবং খাজনা করাদি প্রদান করে থাকি। আসামিরা দীর্ঘদিন যাবত আমার স্ত্রীর উক্ত জমি গায়ের জোরে ভোগ দখল করে
আসছে তাদের কাছে কোন দলিল পত্র বা রেকর্ড পর্চা নাই। আসামিরা এলাকায় দাঙ্গবাজ হওয়ায় আমার জমি ভোগ দখল করতে দেয় না। আসামিরা এলাকায় প্রচার করে যে উক্ত জমিতে আমি বা আমার কোন ওয়ারেশ যাই তাহলে আমাদেরকে উক্ত জমির মধ্যে খুন জখম করবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি একজন বীর মুক্তিযোদ্ধা তদন্ত পূর্বক আমি এটার সঠিক বিচার চাই।