রিপোর্টার, হুমায়ূন আহমেদ আদমদীঘি বগুড়া ::: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার টুকটুক তালুকদার। আজ ০১/০৪/২০২৩ইং
তারিখ শনিবার বেলা ১১ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের দৈনিক বাজার ও রেলগেট এলাকায় মুদির দোকান, কাঁচা বাজার , মুরগি ও তরমুজের দোকানে বাজার মনিটরিং করার সময় মূল্য তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি দোকানের মালিককে
২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জয় ট্রেডার্সকে ৫০০০, মা ভ্যারাইটি স্টোরকে ৩০০০, শ্রীকৃষ্ণ ভান্ডারকে ৩০০০ টাকা, ফজলু স্টোর ২০০০ টাকা, দীপেন ভ্যারাইটি স্টোর ২০০০ টাকা, সাদিয়া স্টোর ২০০০ টাকা ও সান্তাহার রেলগেটের তরমুজ দোকানদার রিফাতকে ৫০০০ টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, বগুড়ার কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের ও থানা পুলিশ সদস্যরা।