চিকিৎসা নিতে যাওয়া বাদশাহী কায়দায় ছবি তোলেন তিনিও পেলেন প্রধানমন্ত্রীর চেক-পর্ব-১

জয়পুুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রধানমন্ত্রীর তহবিল এবার ৪৫ নেতাকর্মীর নামে ২১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসের সুপারিশে এসব চেক প্রদান করা হয়েছে। এবার ৪৫ নেতাকর্মীর নামে৷ প্রধানমন্ত্রীর সাথে প্রতারণা সচ্ছল ব্যাক্তিরা পেলেন ত্রাণ তহবিলের চেক৷

এই তালিকার ৪০ নম্বরে রয়েছেন সাংবাদিক খ ম আব্দুর রহমান রনি। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। তালিকার ৪০ নম্বর সিরিয়ালে তার নাম উল্লেখ রয়েছে৷ জয়পুরহাট বিগ বাজার দোকান মালিক সমিতি নুরে আলম নবীন সাধারন সম্পাদক, বলে সাংবাদিক রনির দুটি দোকান ঘরসহ ব্যবসা প্রতিষ্টান রয়েছে তিনি সচ্ছল আমরা যতদূর জানি৷

আক্কেলপুর রোয়ার গ্রামের পশ্চিম পাড়ার মৃত আহম্মদের ছেলে ওয়াজুল ইসলাম, আক্কেলপুর লিটন,মার্কেটে বিশাল কাঁপড়ের দোকান আছে বেলাল ক্লোড স্টার,বিহারপুর তিনতালা বাড়ি আছে আক্কেলপুর পুরাতন বাজার খয়বর আলীর মেয়ে আয়েশা সিদ্দিকা জেলা পরিষদের মহিলা সদস্য প্রার্থী চকবিলা জামালগঞ্জের মৃত দবির উদ্দিনের এর ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলাম৷ এই সচ্ছল ব্যক্তিরা ৫০ হাজার টাকা প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পেয়ে দুস্থদের তালিকায় স্থান পেয়েছেন৷

নাম না প্রকাশ করার শর্তে জেলার প্রবীণ এক আওয়ামী লীগ নেতা বলেন, সাংবাদিকদের চিকিৎসার ক্ষেত্রে বেশিরভাগ সময় কোন আবেদন ছাড়াই প্রধানমন্ত্রী নিজে থেকে খোঁজ-খবর নিয়ে অনুদান দিয়ে থাকেন। তবে এই অর্থ সহায়তা যাদের দেয়া হয়েছে, তাদের অনেকে দুস্থ কিনা, এমন প্রশ্ন উঠেছে। খ ম আব্দুর রহমান রনি আদৌও দুস্থ নয়। চিকিৎসা নিতে যাওয়া বাদশাহী কায়দায় ছবি তোলেন উনি কি করে দুস্থ হন৷

অভিযোগ রয়েছে সাংবাদিক আখতারুজ্জামানের তিনি বলেন আমি হার্ট এর সমস্যায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাহায্যের আবেদন করেছিলাম জয়পুরহাট জেলা প্রশাসকের মাধ্যমে তখন ওই খ ম আব্দুর রহমান রনি আমাকে দেওয়া হবে না মর্মে ডিসিকে সুপারিশ করে পাঠাতে নিষেধ করেছিলেন। যখন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

জানতে চাইলে জয়পুরহাট সাংবাদিক ঐক্য জোটের সভাপতিও এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক বলেন প্রতিষ্ঠিত ও স্বচ্ছ খ ম আব্দুর রহমান রনি সাংবাদিক তাহাকে এই প্রধানমন্ত্রী অনুদানের চেক দেওয়ায় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এ জেলায় দুস্থ অসুস্থ নির্যাতিত সাংবাদিক তাদেরকে মূল্যায়ন করা হয় না৷

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, খ ম আবদুর রহমান সাংবাদিক রনি অসুস্থতার কারণে ইন্ডিয়ায় গিয়েছিলেন এবং ইন্ডিয়া ও বাংলাদেশের চিকিৎসা রিপোর্টের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অনুদান দিয়েছে ৷ দ্বিতীয় পর্বে আসছে কি ভাবে প্রধানমন্ত্রীর সাথে ধোঁকা বাজি করলেন আ”লীগ নেতা গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top