যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র আছে রাশিয়ার: পুতিন মিত্র

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ  রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলেছেন, ‘অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করতে পারে রাশিয়া।’ রাশিয়ার রাষ্ট্রীয় একটি সংবাদপত্রকে তিনি এ কথা বলেন।সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।রাশিয়ার এই কর্মকর্তা আজ সোমবার বলেন, ‘নিজেদের মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে মার্কিন রাজনীতিকেরা এখনো বিশ্বাস

করেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তাঁদের এমন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে যে এরপর মস্কোর জবাব দেওয়ার মতো অবস্থা থাকবে না। এটা একটি বোকামি ও ভয়াবহ বিষয়।’ নিকোলাই পাতরুশেভ আরও বলেন, ‘রাশিয়া ধৈর্য ধরে থাকে এবং সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করে দিতে

পারে।’নিজেদের প্রচারণায় আটকে পড়া মার্কিন রাজনীতিবিদরা মনে করেন, মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া আর প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে না। এই ভাবনা একটি অদূরদর্শী, বোকামি এবং অত্যন্ত বিপজ্জনক।তিনি বলেন, ‘রাশিয়া ধৈর্যশীল এবং

সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয় দেখায় না। আমাদের আধুনিক অনন্য অস্ত্র রয়েছে, যা রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করতে সক্ষম।’খবর বাপসনিউজ। মস্কো সার্বভৌম দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলবে উল্লেখ করে পাত্রুশেভ আরও বলেন, ‘রাশিয়া বিশ্বের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করতে যাচ্ছে না। এটি উন্মুক্ত থাকবে এবং সার্বভৌম দেশগুলোর অর্থনীতির সাথে একীভূত করা হবে। এই সহযোগিতার কারণে তাদের সমৃদ্ধি হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top