ফকিরহাটে ১৪ বছর বয়সি নাবালিকা মেয়ের অপহরণ মামলার আসামি আটক

 মেহেদি হাসান নয়ন, বাগেরহাট ::: বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা গ্রামের ১৪ বছর বয়সী নাবালিকা মেয়ের অপহরণ মামলায় ১ নং আসামী হিরক কে শরিয়তপুর থেকে র‌্যাব-৬ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩০ মার্চ দুপুরে শরিয়তপুর জেলার জাজিরা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অপহরণ মামলার ০১নং আসামী হীরক মোড়ল(২৩) পিতা তুহিন মোড়ল এর সাথে ভুক্তভোগী নাবালিকা মেয়ে উদ্ধার করেছে র‌্যাব-৬ ও র্যাব-৮ এর যৌথ অভিযানিক দল। র‌্যাব-৬

এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিভিন্ন সময় নাবালিকা মেয়েকে উত্ত্যক্ত করত,এবং বিয়ে করার প্রস্তাব দিলে নাবালিকা মেয়ের পরিবার রাজি না হলে, গত বছর ৫ মে ২০২১ রাতে জোড়পূর্বক ইজিবাইক যোগে অপহরণ করে নিয়ে যায়,পরবর্তীতে নাবালিকার পিতা রুবেল বিভিন্ন জায়গায় খোজাখুজি করে মেয়ের কোন সন্ধান না পেয়ে

জেলার ফকিরহাট মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, তারই ধারাবাহিকতায় র‌্যাব-৬ গ্রেফতারের লক্ষে অব্যহত রাখে । গ্রেফতারকৃত আসামীকে এবং ভিকটিমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top