ফকিরহাটে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত -১,আহত -১

মেহেদি হাসান নয়ন, বাগেরহাট  :::  বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় চালক আহত ও সহযোগী(হেলপার)নিহত হয়েছেন। শুক্রবার(৩১মার্চ)রাত ১২টা ২০ মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ

দুর্ঘটনা ঘটে।কয়লা বোঝাই ঢাকা মেট্রো(ট-১৪-৪৬৩০)দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর মোল্লারহাটগামী খুলনা মেট্রো (শ-১১-২১১৩)ড্রামট্রাক ধাক্কা দেয়।
ফকিরহাট ফায়ার সাভিস স্টেশন ও মোল্লারহাট ফায়ার সাভিস স্টেশন যৌথ অভিযানে সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে ড্রাইভার শামীম

(৪০)কে গুরুতর আহত অবস্থায় জীবিত উদ্বার ও সহযোগী(হেল্পার) কালু মিয়া(৩৫)কে মৃত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।বিষয়টি নিশ্চিত করে মোল্লারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, আমরা ঘটনাস্থলে এসে যান বাহন চলাচল স্বাভাবিক করি এবং ট্রাক দুটি জব্দ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top