রিপোর্টারঃ মনজুরুল ইসলাম নাটোর::: নাটোরের লালপুরের আমিনুল ইসলাম তুহিন (২৩) নামের এক ঔষোধের দোকানদার ব্রেনটিউমারে আক্রান্ত হয়ে বুধবার
রাত ৯টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া—– রাজিউন। সে জোতদৈবকি গ্রামের মৃত্যু জামরুল ইসলামের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় লালপুর ডিগ্রি কলেজ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।