প্রতিবেদক: জালাল উদ্দিনঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরুণার হাজিপুর গ্রাম বাংলা যুব সংঘ এর উদ্যোগ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ইং, দুপুর আড়াইটার সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘আর্ত মানবতার সেবায়’ গ্রাম বাংলা যুব সংঘ এর উদ্যোগে বরুণা হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে শতাধিক অসহায় গরীব কে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও
গ্রাম বাংলা যুব সংঘ এর সভাপতি মোঃ সাইদুল হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিত, ‘মানব সেবার বন্ধু’ হাজী মোঃ তুহিন চৌধুরী। দুবাই প্রবাসী, হাজিপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল জলিল। বরুনা হাজিপুর প্রবীণ মুরুব্বী মোঃ আজব আলী। গ্রাম বাংলা যুব সংঘ এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।