তেরখাদা প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় তেরখদা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করে। সূর্যোদের সাথে সাথে ৩১ বার মাধ্যমে শুরু দিবসের শুভ সূচনা শুরু হয়। একই
সময়ে সকল সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পন করা হয়। সকাল ৯ টায় সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার
ভিডিপি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল সাড়ে এগারোটার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান,থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম ওহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন। বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কায়নাত। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধাগণ ও
ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। বাদ যোহর হাসপাতালে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া সুবিধা জনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অপরদিকে এ উপলক্ষে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিকেল ৪ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তন্ময়। কায়নাত ও শেখ শামীম হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে রেজাউল হোসেন, নেছারদ্দিন, লাহু
শেখ, অরবিন্দ প্রসাদ সাহা গোবিন্দ বিশ্বাস, সোলাইমান হোসেন, মোসলেম আলী,চৌধুরী জাহিদুল ইসলাম, খালিদুজ্জামান, আবেদ আলী, সিফাত, হারুন অর রশিদ, ইসরাইল মোল্লা, ওবায়দুল্লাহ বাবু, হাসিবুর রহমান ফকির, নওরাজ হোসেন,মসিয়ার রহমান, সাইদুর ফকির, ফিরোজা খানম,ডাঃ মিল্টন হোসেন, বাবুল গাজী কাইয়ুম হোসেন, নাদিম হাসান, সরদার বাচ্চু, লিটন আলী, ফারুক তরফদার, জারিদুজ্জামান, ওয়ালিদ হাসান, আফজাল হোসেন মন্ট, বাবলূূু হোসেন, মাস্টার বাবু, শেখ মনিরুজ্জামান। পরে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।