তেরখাদা প্রতিনিধিঃ আজ ২৭ মার্চ দুপুর ১ টার দিকে তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামে পুকুরের পানিতে পড়ে একই পরিবারের দুটি শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, হাড়িখালী গ্রামের সরফরাজ সিকদার ওরফে ফরহাদ শিকদারের দুই পুত্র শাহরিয়ার সিকদার(৭) ও শায়েন সিকদার(৪) খেলার ছলে অসাবধানতা বসত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খায় । কিছু সময় পরে তাদেরকে না দেখে
তাদের পরিবারের লোকজন খোঁজ করা শুরু করে। এক পর্যায়ে তাদের দুজনকেই পানিতে ভাসতে দেখে। এ সময় দ্রুত শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত্যু বলে ঘোষণা দেন। এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর
দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ ফরহাদ শিকদারের বাড়িতে ভীড় জমায়। দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।