রিপোর্টার, মাসুদ রানা:::::: গত তিনদিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬/৩/২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় মারা গেছেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের রং মিস্ত্রী গোলাম মোস্তফা(২২) তিনি সাধুবাড়ী
এলাকার নাজির হোসেনের ছেলে। গত ২৩ মার্চ শেরপুর পৌরসভার খন্দকার টোলার গেট নামক স্থানে ডা: রুহুল আমিনের তৃতীয় তলা বাড়িতে রংঙ্গের কাজ করার সময় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে গোলাম মোস্তফা বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার শরীরে আগুন ধরে যায়। গুরুতর ভাবে দগ্ধ গোলাম মোস্তফাকে উদ্ধার
করে দ্রুত শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।এখানেও তার চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে
যাওয়ার পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে স্বজনেরা গুরুতর অবস্থায় মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে সেখানকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০ টায় সেখানে গোলাম মোস্তফার মৃত্যু হয় তার শরীরের প্রায় ৬০ ভাগ ঝলসে গিয়ে ছিলো।