লিমন হেলাল :কাজিপুর প্রতিনিধি :::: নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে স্বাধীনতা স্কয়ার ও বরইতলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। ভোরে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয় এর পক্ষে উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন, উপজেলা পরিষদ, পৌরসভা, কাজীপুর থানা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা
জানানো হয়। সকাল আটটায় উপজেলা পরিষদ মাঠে, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজনের উদ্বোধন করা হয়। পুলিশ আনসার পিডিপি, ফায়ার সার্ভিস, ডিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ছিলেন সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, উপজেলার সহকারি
কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত (পিপিএম),আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন (মাষ্টার) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল। পরে দিবসটি উপলক্ষে বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় উপজেলা পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়।