মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালীতে ১৬ প্রহর ব্যাপী মহা নাম কীর্তন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ  মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালীতে ১৬ প্রহর ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামবাসী। ২৫ মার্চ ভোর থেকে হিন্দু ধর্মীয় ভক্তদের আয়োজনে এই অনুষ্ঠানের শুরু হয়।  মহানাম যজ্ঞের শুভ অধিবাস ২৪ শে মার্চ শুক্রবার ৷ অখন্ড পুর্ননাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ ২৫ ও ২৬ মার্চ শনি ও রবিবার ৷ ২৭ মার্চ সোমবার কুঞ্জভঙ্গ ও নগরকীর্তন। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করছেন ডা:বিল্লব কুমার গায়েন, সাধারন সম্পাদক বাবু দেবদাস দেবনাথ৷ হরেকৃষ্ণ

মহামন্ত্র’ জপ- কীর্তন করা, সেটিই হচ্ছে আমাদের বৃন্দাবনের পরিকল্পনা। যুক্তাহারঃ বিহারাশ্চ যোগ ভবতি সিদ্ধিদা– কৃত্রিমভাবে দৈনন্দিন প্রয়োজনগুলি বাড়ানো মানব জীবনের উদ্দেশ্য নয়। কেবলমাত্র দেহ ধারণের সংস্থান করেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত, আর বাকি সময়টা আমাদের পারমার্থিক উন্নতির কাজে ব্যবহার করা উচিত,

কৃষ্ণভাবনার অমৃত লাভ করার প্রয়াসে ব্যবহার করা উচিত। এই দেহ ত্যাগ করার পর আমাদের যেন অন্য আর একটি জড় শরীর ধারণ করতে না হয়। এই জীবনেই যেন, আমরা আমাদের প্রকৃত আলয় ভগবান ধামে ফিরে যেতে পারি। সেটিই মানব-জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তাই আসুন আমরা সকল জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে হিংসা, বিদ্বেষ, অহংকার পরিত্যাগ করে জগৎ পিতার মধুমাখা হরিনাম শ্রবন করে দেহ মন্দির পবিত্র করি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top