মগরাহাট পশ্চিমের ইমরান হাসানের উদ্দোগে ভাঙা রাস্তার মেরামতের কাজ চলছে

  কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:::  যখন কেন্দ্রীয় সরকারের একশত দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায়। ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্হি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১৯,নম্বার, বুথে একটি জনবহুল রাস্তা ভেঙে যায়। এবং এটি মগরাহাট পশ্চিমের উস্হি গ্রাম পঞ্চায়েত এর নাজরা মাঝের পাড়া বুথের মধ্যে পড়ে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ কলকাতা যাওয়ার জন্য দেউলা স্টেশনে

আসেন। এবং প্রতিদিন সরকারি কাজে ডায়মন্ডহারবার যেতে হয় স্হানীয় মানুষের। এই হঠাৎ করে রাস্তা ভেঙে যাওয়ার খবর পৌঁছে যায় মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার কাছে। তিনি নিজের উদ্দোগে স্হানীয় মানুষের সাথে নিয়ে উস্হি গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার মিঠু হালদার কে নিয়ে

রাস্তা ভেঙে যাওয়ার যায়গায় মেরামতের কাজ শুরু করেন এবং তা সম্পূর্ণ করেন। এই মহৎ কাজের জন্য সাধুবাদ জানান স্হানীয় বাসিন্দারা মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লাকে। মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি সবসময় জনসাধারণের সেবায় আত্মনিয়োগ করেন এটি শোনা যায় স্হানীয় মানুষজনের কাছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top