খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 রিপোর্টার মিজানুর রহমান  খুলনা ::::  খুলনার ঐতিহ্যবাহী সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রভাতী ও দিবা শাখার শিক্ষার্থীদের নিয়ে আলাদা আলাদা ভাবে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র শিক্ষক সমর কুমার রায়ের সঞ্চালনায় প্রভাতী শিফটে গণহত্যা দিবসের আলোচনায়

অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুনসুর হাবিব। অন্যদিকে, দিবা শাখার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান  ওমর ফারুকের সঞ্চালনায় গণহত্যা দিবসের আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার। উভয়

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মোছাঃ মাকামী মাকসুদা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষিকা ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খুলনা অঞ্চল কমিটির সভাপতি মমতাজ খাতুন, সিনিয়র শিক্ষক সুরঞ্জিত কুমার মন্ডল, খসরুল আলম প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top