স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ফতুল্লা শাখা কর্তৃক হাসির বিনিময়ে ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  স্মাইল-ফতুল্লা শাখার পক্ষ থেকে পুরো রমজান মাস ব্যাপী “হাসির বিনিময়ে ইফতার” ইভেন্টের আজ প্রথম দিনের ইফতার বিতরণ করেন ।
স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ফতুল্লা শাখার সকল সদস্যদের আন্তরিকতায় এই কার্যক্রম শুরু হয়েছে। এসব স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ফতুল্লা শাখার

সভাপতি ফাহিম চৌধুরী জানান,আমাদের এই কার্যক্রম সম্পূর্ণ আপনাদের অর্থায়নের উপর নির্ভরশীল। আজ আমরা ২০ জন রোজাদার এর মাঝে ইফতার বিতরণ করতে সক্ষম হয়েছি। আমাদের এই কার্যক্রমটি এগিয়ে নিতে আর্থিক ভাবে আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল। যার যার স্বামর্থ অনুযায়ী অনুদান পাঠাতে পারেন।

আজকের ২০ জন রোজাদার এর জন্য ইফতারের বিতরণ করেন শাহরিয়ার গালিব (সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক) ,কায়েস চৌধুরী (সহ মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক),ঐশী চৌধুরী (জেনারেল মেম্বার),মাহিম (জেনারেল মেম্বার),আসিফ চৌধুরী (জেনারেল মেম্বার),সিয়াম (জেনারেল মেম্বার) ,হৃদয় (জেনারেল মেম্বার) ,তৌহিদ ( জেনারেল মেম্বার) ,রাব্বি (জেনারেল মেম্বার)।  অনুদান পাঠাতে পারেন : বিকাশ : 01942596816    নগদ : 01726392693

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top